বিশেষ খবর



Upcoming Event

ইউআইটিএস’র নয়া প্রো-ভিসি চৌধুরী এম জাকারিয়া

ক্যাম্পাস ডেস্ক বেসরকারি বিশ্ববিদ্যালয়
img

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-তে ১৫ অক্টোবর উপ-উপাচার্য হিসেবে যোগদান করেছেন অধ্যাপক ড. চৌধুরী এম জাকারিয়া। এ পদে যোগদান করার আগে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
অধ্যাপক ড. চৌধুরী এম জাকারিয়া ১৯৮৮ সালে ম্যাজিস্ট্রেট হিসেবে সিভিল সার্ভিসে যোগদান করে কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৮৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন।
তিনি ১৯৯৪ সালে যুক্তরাজ্যের সেন্ট এন্ড্রুস ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ড. চৌধুরী এম জাকারিয়া ২০০০ সালে কমনওয়েলথ পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে যুক্তরাজ্যে যান। তিনি ২০০৩ হতে ২০০৪ সাল পর্যন্ত জাপানের নাগওয়া ইনস্টিটিউট অব টেকনোলজিতে ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেন এবং তিনি ২০০৩ থেকে ২০১২ সাল পর্যন্ত ইতালির আব্দুস সালাম ইন্টারন্যাশনাল সেন্টার ফর ফিজিকস্-এর ভিজিটিং সায়েন্টিস্ট ছিলেন। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্নালে তার প্রায় ৫৮টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img