সম্প্রতি ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর কোষাধ্যক্ষ হিসেবে অধ্যাপক ড. মোঃ সাইদুর রহমান হিলালী যোগদান করেছেন। এ পদে যোগদানের আগে তিনি ইউআইটিএস এর পরীক্ষা নিয়ন্ত্রক, অ্যাকাডেমিক পরিচালক এবং পরিচালক প্রশাসন পদে দায়িত্ব পালন করেন।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭০ সালে বিএ (সম্মান) এবং ১৯৭১ সালে অর্থনীতিতে কৃতিত্বের সাথে এমএ ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
অধ্যাপক ড. মোঃ সাইদুর রহমান হিলালী বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), রোভার স্কাউটস এবং রেডক্রিসেন্ট-এর সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি চট্টগ্রাম রোভার স্কাউটস-এর প্রতিষ্ঠাতা সম্পাদক এবং বিএনসিসিতে মেজর পদবিতে সুনামের সাথে বিভিন্ন দায়িত্ব ও কর্তব্য সম্পাদন করেন।
তিনি হাজী মুহম্মদ মহসিন কলেজ এবং বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্নালে তার বেশকিছু গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।