বসুন্ধরা কনভেনশন মিলনায়তনে বিজিএমই এর ফ্যাশান এ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীদের সনদ প্রদান অনুষ্ঠানে মোজাফ্ফর ইউ সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির ভাষণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেন, বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য শুধু জ্ঞান আহরণই নয়, শিক্ষার মূল উদ্দেশ্য হলো জ্ঞান বিতরণ, যা জাতীয় উন্নয়নে নিবিড়ভাবে ভূমিকা পালন করে। আমাদের দেশের উন্নয়নের অভিযাত্রাকে এগিয়ে নেয়ার জন্য উচ্চশিক্ষা লব্ধজ্ঞান যাতে কাজে লাগে সে জন্য দেশে অধিকতর বাস্তবে প্রয়োগযোগ্য অধিকসংখ্যক প্রতিষ্ঠান আবশ্যক। সেদিক বিবেচনায় রেখে জাতীয় বিশ্ববিদ্যালয় ট্যুরিজম এ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং এ্যারোনোটিক্স সায়েন্স এর নতুন শিক্ষাকার্যক্রম চালুর সিদ্ধান্ত গ্রহণ করেছে।