বিশেষ খবর



Upcoming Event

জবি ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়া অসম্ভব -জবি ভিসি

ক্যাম্পাস ডেস্ক সরকারি বিশ্ববিদ্যালয়
img

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়া অসম্ভব বলে মন্তব্য করেছেন জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। ১৬ অক্টোবর ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষা শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, কারিগরিভাবে যতো উপায়ে প্রশ্নপত্র ফাঁস করা যায়, সব উপায় বন্ধ করা হয়েছে। একটি প্রশ্নের ২০টির বেশি সেট করা হয়েছে। প্রশ্নপত্রের সঙ্গে উত্তরপত্র যুক্ত করে রাখা হয়েছে। এতে প্রশ্নপত্র বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।
শুক্রবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রসহ একযোগে ১৩টি কেন্দ্রে সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার সি ইউনিটে ৬২০টি আসনের বিপরীতে ৩৪ হাজার ৬৮৮ জন, অর্থাৎ প্রতি আসনের বিপরীতে প্রায় ৫৬ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন।
ভর্তি পরীক্ষা চলাকালীন সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ভর্তি সংক্রান্ত অপরাধীদের তাৎক্ষণিক শাস্তি দিতে মোবাইল কোর্ট আইন-২০০৯-এর আওতায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img