নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আরও নতুন পাঁচ বিভাগ ও একটি অনুষদ চালু হয়েছে। এ নিয়ে মোট বিভাগ ও ইনস্টিটিউটের সংখ্যা দাঁড়িয়েছে ১৯। এত কম সময়ের মধ্যে একসঙ্গে পাঁচ বিভাগ ও নতুন অনুষদ চালু হওয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম।
নতুন বিভাগগুলো হলো- বাংলাদেশ অ্যান্ড লিবারেশন ওয়ার স্টাডিজ বিভাগ, ইলেট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই), স্ট্যাটিসটিক্স, ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্স (আইআইএস) ও ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি। নতুন অনুষদ হলো স্যোসাল সায়েন্স অ্যান্ড বিজনেস স্টাডিজ অনুষদ। সদর উপজেলার সোনাপুরে ১০০ একর জমির ওপর প্রতিষ্ঠিত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম শুরু হয় ২০০৬ সালে। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ছিলেন প্রফেসর ড. মোঃ আবুল খায়ের। বর্তমান উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামানের প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়ে অতি অল্প সময়ের মধ্যে এসব বিভাগ চালু হয়েছে।