চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলমের সাথে চিটাগাং ওয়াটার সাপ্লাই এন্ড স্যুয়ারেজ অথরিটি (চট্টগ্রাম ওয়াসা)’র ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী এ. কে. এম. ফজলুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ৬ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে।
চুয়েট’র ভাইস চ্যান্সেলর কার্যালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে আরো উপস্থিত ছিলেন চুয়েট’র প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম, রেজিস্ট্রার (অতিঃ দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, চট্টগ্রাম ওয়াসার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী রতন কুমার সরকার, চট্টগ্রাম ওয়াসার সচিব শামসুদ্দোহা।
এ সময় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম বলেন, চট্টগ্রাম ওয়াসার সাথে চুয়েট’র সম্পর্ক অত্যন্ত নিবিড়। আগামী দিনে এ সম্পর্ক আরো বিস্তৃত হবে বলে আমরা আশাবাদী।