বিশেষ খবর



Upcoming Event

বিইউপি’র প্রথম পিএইচডি ডিগ্রি পেলেন মেজর জেনারেল খালেদ

ক্যাম্পাস ডেস্ক সরকারি বিশ্ববিদ্যালয়
img

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) দেয়া প্রথম পিএইডি ডিগ্রি অর্জন করেছেন মেজর জেনারেল শেখ মামুন খালেদ, এসইউপি, পিএসসি। চেঞ্জ ম্যানেজমেন্ট অ্যান্ড ইটস ইমপ্লিমেন্টেশন ইন অরগানাইজেশনস অব বাংলাদেশ শীর্ষক গবেষণার জন্য তাঁকে পিএইচডি ডিগ্রি দেয়া হয়। শেখ মামুন খালেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. হরিপদ ভট্টাচার্যের তত্ত্বাবধানে তাঁর গবেষণা সম্পন্ন করেন।
তাঁর বহিঃস্থ পরীক্ষক ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. হুমায়ুন কবীর চৌধুরী এবং ভারতের আলীগড় মুসলিম ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব অ্যাগ্রিকালচারাল ইকোনমিকস অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্টের অধ্যাপক ড. শামিম আহমেদ। বিশ্ববিদ্যালয়ের ৩৪তম সিন্ডিকেট সভায় তাঁর পিএইচডি ডিগ্রি প্রদানের বিষয়টি অনুমোদিত হয়। ২০০৮ সালে প্রতিষ্ঠিত বিইউপিতে ২০১১ সাল থেকে এমফিল ও পিএইচডি প্রোগ্রাম চালু হয়। বর্তমানে বিইউপি’র এমফিল প্রোগ্রামে ১৪১ জন ও পিএইচডি প্রোগ্রামে ৮০ জন গবেষণা কার্যক্রম পরিচালনা করছেন।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img