ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২৯ সদস্যের নতুন কার্যকরী কমিটি নির্বাচিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আভা দত্ত এবং সাধারণ সম্পাদক বেগম শামসুননাহার চাঁপা। উভয়েই হল সংসদের সাবেক সাধারণ সম্পাদক।
১০ অক্টোবর হল অডিটোরিয়ামে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি কাজী রোকেয়া সুলতানা রাকার সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় কমিটির নির্বাচন সম্পন্ন হয়। অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের আজীবন সদস্যরা অংশ নেন। অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়।