বিশেষ খবর



Upcoming Event

শিক্ষকদের জন্য বিশেষায়িত হাসপাতাল -স্বাস্থ্যমন্ত্রী

ক্যাম্পাস ডেস্ক সংবাদ
img

শিক্ষকদের জন্য বিশেষায়িত হাসপাতাল করার চিন্তা সরকারের রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘বিভিন্ন পেশাজীবীর জন্য আলাদা হাসপাতাল আছে। শিক্ষকরা অন্যান্য পেশাজীবীর তুলনায় সংখ্যায় বেশি হলেও তাঁদের জন্য বিশেষায়িত কোনো হাসপাতাল নেই। ঢাকায় শিক্ষকদের জন্য এমন একটি হাসপাতাল করার ব্যাপারে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করব।’
সম্প্রতি রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আলোচনায় শিক্ষক নেতারা বলেন, গত বছর প্রধানমন্ত্রী এক ঘোষণায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করেন। দেড় বছর পর এ বিষয়ে গেজেট প্রকাশিত হলেও তা এখনো বাস্তবায়িত হয়নি। এখন বলা হচ্ছে, অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া যায়নি। এ নিয়ে শিক্ষকরা বেশ উদ্বেগের মধ্যে রয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রী তাঁর বক্তব্যে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে জানান।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img