বিশেষ খবর



Upcoming Event

বৃত্তি পেলেন ইস্টার্ন ইউনিভার্সিটির ২৯ শিক্ষার্থী

ক্যাম্পাস ডেস্ক বেসরকারি বিশ্ববিদ্যালয়

ইস্টার্ন ইউনিভার্সিটি প্রতি বছরের মতো এবারও কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডি ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে ২৯ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। মেধাবী ও নিম্নবিত্ত শিক্ষার্থীদের জন্য নিজ তহবিল থেকে এই অর্থ দিয়ে থাকেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্যরা। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ইস্টার্ন ইউনিভার্সিটি ৩০ কোটিরও অধিক টাকা শিক্ষাবৃত্তি এবং আর্থিক সাহায্য হিসেবে দিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরী। উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আফজালুর রহমান, মোহাম্মদ আলী আজম, ইমরোজ হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী। ধন্যবাদ জ্ঞাপন করেন পরীক্ষা নিয়ন্ত্রক দেওয়ান আমানা সুলতানা।
আবুল খায়ের চৌধুরী বলেন, আগামীতে বৃত্তি প্রদানের এ উদ্যোগ আরও বৃদ্ধি পাবে। আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img