বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে ‘চ্যাম্পিয়ন অব আর্থ’ প্রতিযোগিতা।
১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়টির মিলনায়তনে এই প্রতিযোগিতা শুরু হয়। মাসব্যাপী প্রতিযোগিতাটির আয়োজন করে বিশ্ববিদ্যালয়টির আর্থ ক্লাব।
প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নর্থ সাউথ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. গৌর গোবিন্দ গোস্বামী বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে অনেক উদ্ভাবনী ভাবনা বের হবে যা পরিবেশ রক্ষায় সহায়ক হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়টির স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিরেক্টর ড. এমদাদুল হক, এনভায়রনমেন্ট সায়েন্স ফ্যাকাল্টির চেয়ারম্যন ড. মোহাম্মদ জাকারিয়া এবং আর্থ ক্লাবের ফ্যাকাল্টি এডভাইজার তাহমীদ হক এশার।