বিশেষ খবর



Upcoming Event

চতুর্থ ইইউ গণিত উৎসব ১৮ ডিসেম্বর

ক্যাম্পাস ডেস্ক বেসরকারি বিশ্ববিদ্যালয়
img

‘এসো মিলি গণিত উৎসবে’ স্লোগান সামনে রেখে ১৮ ডিসেম্বর ইস্টার্ন ইউনিভার্সিটির (ইইউ) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ আয়োজন করেছে গণিত উৎসব-২০১৫।
২ ডিসেম্বর সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মেধার উৎকর্ষ যাচাই ও গাণিতিক দক্ষতা বিকাশে ইস্টার্ন ইউনিভার্সিটি চতুর্থবারের মতো আয়োজন করেছে এ উৎসবের। এতে অংশ নিতে দেশের বিভিন্ন জেলার শিক্ষার্থীদের নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দিনব্যাপী এ উৎসবে স্পট কুইজ, মুক্ত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। একইসঙ্গে অলিম্পিয়াডে বিজয়ীদের ১ লাখ টাকাসহ দেয়া হবে আকর্ষণীয় পুরস্কার। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল বিভাগের প্রধান ও লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ। অলিম্পিয়াডে নিবন্ধনের শেষ তারিখ ৮ ডিসেম্বর। নিবন্ধনের জন্য ভিজিট করুন http://www.easternuni.edu.bd/eumo2015.aspx


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img