বিশেষ খবর



Upcoming Event

ফরমান আর চৌধুরী শাহজালাল ইসলামী ব্যাংকের নয়া এমডি

ক্যাম্পাস ডেস্ক ব্যাংক বীমা সংবাদ
img

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন ফরমান আর চৌধুরী। ফরমান ২০১৩ সালের ১ ডিসেম্বর থেকে এ পদে রয়েছেন। আবারও নিয়োগ পাওয়ায় আরও তিন বছর এই পদে থাকবেন তিনি। এর আগে ওয়ান ব্যাংকে ছয় বছর ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন এই ব্যাংক কর্মকর্তা।
শাহজালাল ইসলামী ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংকিং অপারেশন বিশেষ করে ক্রেডিট এবং মার্কেটিং কার্যক্রমে বিশেষ অভিজ্ঞতা রয়েছে ফরমানের। তিনি স্থানীয় ও আন্তর্জাতিক বহু প্রতিষ্ঠান থেকে ব্যাংকিং বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন।
ব্যাংকিং ও অর্থ সম্পর্কিত দেশে ও বিদেশের বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা এবং প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img