মোসলেহ উদ্দীন আহমেদ সম্প্রতি এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগ দিয়েছেন। এর আগে তিনি যমুনা ব্যাংকের এএমডি ও হেড অব বিজনেস হিসেবে কর্মরত ছিলেন। তিনি দীর্ঘ দুই দশকের বেশি সময় ব্যাংকিং খাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তিনি দ্য সিটি ব্যাংকের করপোরেট ডিভিশনের ঢাকা অঞ্চলের প্রধান, বাংলাদেশে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার হেড অব ক্রেডিট এবং প্রাইম ব্যাংকের হেড অব লিজিং হিসেবে দায়িত্ব পালন করেন।