গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন (এমপি) বলেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নৈতিক চরিত্রে বলীয়ান হতে হবে। ছাত্র জীবনে শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকে প্রতিদিন শিখতে হবে। নিজেদের ক্যারিয়ার গঠনের স্বার্থে মাদক ও উচ্ছৃঙ্খলতা পরিহার করতে হবে।
সম্প্রতি চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের দুই দিনব্যাপী শিক্ষাবর্ষ সমারম্ভ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত সমারম্ভ অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের ক্ষেত্রে কৃষিবিদ গ্র্যাজুয়েটগণের বিরাট অবদান রয়েছে। ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ভবিষ্যতে দেশের উন্নয়নে অবদান রাখবে।