ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও ডেভেলপমেন্ট স্টাডিজের ৬০ জন শিক্ষার্থী পেলেন ‘গভর্ণর স্কলারশিপ’। মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতার লক্ষ্যে ২০০৯ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ ও অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে। দেশের অর্থনৈতিক উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংক গভর্ণরের অবদানকে সম্মান জানাতে এই স্কলারশিপের নামকরণ করা হয় ‘গভর্ণর স্কলারশিপ’।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ ভবনের প্রফেসর মুজাফ্ফর আহমেদ চৌধুরী অডিটরিয়ামে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে স্কলারশিপের অর্থ তুলে দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর শীতাংশু কুমার সুর চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজের চেয়ারম্যন প্রফেসর ড. মোহাম্মাদ আবু ইউসুফ, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. নাজমা বেগম, সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিইও আবরার এ আনোয়ার প্রমুখ।