বিশেষ খবর



Upcoming Event

খুবিতে আইসিটি আঞ্চলিক বিতর্ক প্রতিযোগিতা

ক্যাম্পাস ডেস্ক সরকারি বিশ্ববিদ্যালয়
img

খুলনা বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর একাডেমিক ভবন অডিটরিয়ামে সম্প্রতি জাতীয় তথ্য প্রযুক্তি বিতর্ক উৎসবের আঞ্চলিক পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
খুলনা, যশোর, সাতক্ষীরা ও বরগুনা জেলা নিয়ে গঠিত আঞ্চলিক পর্যায়ের এ বিতর্ক প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডে ৮টি দল অংশ গ্রহণ করে। এর মধ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দল চ্যাম্পিয়ন এবং খুলনা বিশ্ববিদ্যালয় দল রানার আপ হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, আমাদের সামাজিক অবস্থার উন্নয়নে ও দৃষ্টিভঙ্গি বদলানোর জন্য বেশি করে বিতর্ক চর্চার প্রয়োজন। যুক্তিনির্ভর সমাজ গঠনের মাধ্যমে একটি সুন্দর দেশ গড়ে তোলা সম্ভব।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img