ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর উৎসবমুখর নবীনবরণ অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক বলেছেন, বাংলাদেশ এখন নিজের পায়ের উপর দাঁড়িয়ে আছে, কোনো বিদেশি রাষ্ট্রের মুখাপেক্ষী নয়।
তিনি আরো বলেন, আমাদের দেশ ও জাতিকে বিশ্বমানের উন্নত জাতিতে নিয়ে যাওয়ার জন্য পেশাদারী উচ্চ শিক্ষার কোনো বিকল্প নাই। তিনি আরও বলেন, আমাদের সরকার দেশকে আধুনিক বিশ্বে একটি বিশেষ সম্মানজনক অবস্থান ও উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সর্বস্তরের শিক্ষার উপর অত্যন্ত গুরুত্বারোপ করেছে।
৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী এম জাকারিয়া এর সভাপতিত্বে বসন্তকালীন সিমেস্টারের নবীনবরণ বিশ্ববিদ্যালয়ের বারিধারার প্রধান ক্যাম্পাসের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। নবীন ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে স্বাগত ভাষণ দেন ইউআইটিএস এর স্কুল অব বিজনেস এর ডিন অধ্যাপক আ ন ম শরীফ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইটিএস এর প্রতিষ্ঠাতা এবং ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজ ও পিএইচপি পরিবারের চেয়ারম্যান আলহাজ সূফী মোহাম্মদ মিজানুর রহমান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সরকার আবুল কালাম আজাদ।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সরকার আবুল কালাম আজাদ বলেন, আহসিটির অধীনে তথ্য ও প্রযুক্তির ব্যবহারে বাংলাদেশ ২০২০ সালের মধ্যে মধ্যম আয়ের রাষ্ট্রে পরিণত হবে।
উল্লেখ্য, টপ-আপ আইটি অ্যান্ড আইটিইএস ফাউন্ডেশন স্কীলস্ ট্রেনিং বিটুইন প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন টীম, এলআইসিটি, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, গভ. অব বাংলাদেশ (পিআইইউ) এবং ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর মধ্যে সমঝোতা স্মারক এমওইউ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।