খাদ্য উৎপাদনে স্বংয়সম্পূর্ণতা অর্জনের পর এবার কৃষকের ভাগ্য ফেরাতে অর্থকারী ফসল উৎপাদনে ঝুঁকবে বাংলাদেশ। পাশাপাশি খাদ্য উৎপাদনের ধারাবাহিকতা বাড়াতে বায়োটেক এবং জিনগতভাবে পরিবর্তিত ‘জি এম’ শস্য উৎপাদনে জোর দেয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।
সম্প্রতি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের এগ্রো ইন্ডাস্ট্রিয়াল ক্লাবের উদ্যোগে আয়োজিত ‘কৃষি অর্থনীতি ও সম্ভাবনাময় বাংলাদেশ’ শিরোনামের সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এসব কথা বলেন।
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী এবং এসিআই গ্রুপের চেয়ারম্যান এম আনিস-উদ-দৌলা। সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।