বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ১ম বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে ১৫ ফেব্রুয়ারি ক্যাম্পাসে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
প্রথম পর্বে বিশ^বিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এএইচএম শহীদউল্লাহ, পিএসসি (অব.) এবং কোষাধ্যক্ষ লেঃ কর্ণেল (অব.) জি এম আজিজুর রহমান, এএফডব্লিউসি, পিএসসি জাতীয় ও বিশ^বিদ্যালয় পতাকা উত্তোলন করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মোঃ কামরুজ্জামান, ডেপুটি রেজিস্ট্রার (এডমিন) মেজর জুলফিকার হায়দার, ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) মোঃ আশরাফুল ইসলাম এবং বিভাগের শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী ও কর্মকর্তাবৃন্দ।
ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের অংশ গ্রহণে এক বর্ণাঢ্য র্যালী বাউয়েট ১নং ক্যাম্পাস থেকে শুরু করে দয়ারামপুরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার ১নং ক্যাম্পাসে ফিরে আসে। বিশ^বিদ্যালয়ের উপাচার্য র্যালী শেষে ক্যাম্পাস প্রাঙ্গণে একটি বৃক্ষ রোপণ করেন।