চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ উৎসবমুখর পরিবেশে ‘আর্কিটেকচার ডে-২০১৫’ পালিত হয়েছে। অনুষ্ঠানমালার মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, স্থাপত্য প্রদর্শনী, আলোচনা সভা, প্রীতি ম্যাচ, পুরষ্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি। অনুষ্ঠানমালায় প্রধান অতিথি ছিলেন চুয়েট’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর মোহাম্মদ রফিকুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে চুয়েট’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম বলেন, বর্তমান বিশ্বের সর্বত্র আর্কিটেকচারের জয়যাত্রা দেখা যাচ্ছে। নানা স্থাপত্যকলায় সমৃদ্ধ আমাদের এই পৃথিবী। চুয়েট’র আর্কিটেকচার বিভাগও প্রতিষ্ঠালগ্ন থেকে নানা দিক দিয়ে বেশ সফল। এই বিভাগের বিবিধ কর্মকান্ডে চুয়েট ক্যাম্পাস অত্যন্ত প্রাণবন্ত থাকে।
তিনি গ্রিন টেকনোলজি, জ্বালানি সাশ্রয়ী পদ্ধতি অনুসরণ করে স্থাপত্যশৈলী গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান।