গণ বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস শিক্ষার্থীদের মাঠ পর্যায়ে প্রশিক্ষণের পূর্ব প্রস্তুতিমূলক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
৩০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের পুরনো ক্যাম্পাসে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ বক্তা ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্র ও গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি ডাঃ জাফরুল্লাহ্ চৌধুরী এবং প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান।
গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের ২১তম ব্যাচ ও গণ বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি বিভাগের ২৯তম ব্যাচের শিক্ষার্থী এবং মেডিকেল কলেজের শিক্ষক ছাড়াও ফিজিওথেরাপি ও সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের শিক্ষকরা সেমিনারে অংশ নেন।
সেমিনারে অংশ নেয়া শিক্ষার্থীরা আগামী একমাস গ্রামে থেকে গ্রামীণ জীবন সম্পর্কে হাতে-কলমে শিক্ষা নেবেন। প্রতি বছরই এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়।