নেপালের স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয় ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টকে ভূমিকম্প দুর্গতদের চিকিৎসাসেবা প্রদানের জন্য প্রশংসাপত্র প্রদান করেছে। গত ২ মে ২০১৫ থেকে ৭ জুলাই ২০১৫ পর্যন্ত ঢাকা কমিউনিটি হাসপাতাল এশিয়া প্যাসিফিক এলায়েন্স এর সহযোগিতায় নেপালের কাভরিপালান চৌক জেলায় ভূমিকম্প দুর্গতদের মধ্যে স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন জরুরি ত্রাণ তৎপরতা পরিচালনা করে। প্রফেসর ডাঃ কাজী কামরুজ্জামানের পরিচালনায় কমিউনিটি হাসপাতাল গ্রাম ও শহরের মধ্যে কমিউনিটিভিত্তিক চিকিৎসা-কমিটি প্রণয়ন করেছে, কোয়ালিটি চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। তারা বাংলাদেশের ৩০টি লোকেশনে স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করেছে। রোগীদের মানসম্মত চিকিৎসা সেবায় পদপ্রদর্শক ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হসপিটাল দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে সেবার হাত বাড়িয়ে দেয়। ১৯৮৮ সালে ঢাকার মালিবাগ চৌধুরী পাড়ায় ২০ শয্যার এ হাসপাতাল প্রতিষ্ঠিত হয়। হাসপাতালটি এখন ৫০০ শয্যায় উন্নীত হয়েছে। শুধু রোগের চিকিৎসাও নয়, এর উপর গবেষণাও চলছে।