সম্প্রতি যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে শফিকুল আলম পুনরায় নিয়োগ লাভ করেছেন। তিনি জানুয়ারি ২৯, ২০১৩ থেকে যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে কর্মরত আছেন।
যমুনা ব্যাংকে যোগদানের পূর্বে তিনি ইউসিবিএল-এ অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টারস অব সাইন্স ডিগ্রি অর্জনের পর তিনি একই বছর এএনজেড গ্রীন্ডল্যাজ ব্যাংকে ম্যানেজম্যান্ট ট্রেইনি হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তার দীর্ঘ ৩৬ বছর কর্মজীবনে তিনি ইউসিবিএল ছাড়াও প্রাইম ব্যাংক ও ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে এসইভিপি এবং উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে অত্যন্ত সুনামের সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ ও পদের দায়িত্ব পালন করেন।