বিশেষ খবর



Upcoming Event

রুয়েট শিক্ষক সমিতির নির্বাচনে নীরেন-আলীম প্যানেল জয়ী

ক্যাম্পাস ডেস্ক সরকারি বিশ্ববিদ্যালয়

দীর্ঘ পাঁচ বছর পর অনুষ্ঠিত রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে নীরেন-আলীম প্যানেল সংখ্যাগরিষ্ঠ পদে বিজয়ী হয়েছে।
২০ জানুয়ারি রুয়েটের হিট ইঞ্জিন ল্যাবে ভোটগ্রহণ হয়। ফলাফলে দেখা যায় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নীরেন-আলীম প্যানেল ১১টি পদের মধ্যে ১০টি পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছে।
সভাপতি পদে যন্ত্রকৌশল অনুষদের ডিন নীরেন্দ্র নাথ মুস্তাফী ৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে পুরকৌশল বিভাগের প্রধান প্রফেসর ড. আব্দুল আলীম ৭১ ভোট পেয়ে বিজয়ী হন।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img