বিশেষ খবর



Upcoming Event

ইবি’র ফোকলোর বিভাগের নতুন সভাপতি ড. আসকারী

ক্যাম্পাস ডেস্ক সরকারি বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফোকলোর বিভাগের নতুন সভাপতি হিসেবে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. রাশিদ আসকারীকে নিয়োগ দেয়া হয়েছে। ১৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার তাকে তিন বছরের জন্য নিয়োগ দিয়েছেন।
নিয়োগের পর অধ্যাপক ড. রাশিদ আসকারী ফোকলোর বিভাগে যোগদান করেছেন বলে রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে। অধ্যাপক ড. রাশিদ আসকারী ইবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ফোকলোর বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. রাশিদ আসকারী বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে দায়িত্ব দিয়েছে। ফোকলোর নতুন একটি বিভাগ। নতুন বিভাগ দাঁড় করাতে কিছু বাড়তি শ্রম দরকার হয়। আমি সততা, নিষ্ঠা ও প্রজ্ঞার সঙ্গে এ দায়িত্ব পালন করার চেষ্টা করবো।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img