বিশেষ খবর



Upcoming Event

খুবিতে জারবেরা রিসোর্স সেন্টারের উদ্বোধন

ক্যাম্পাস ডেস্ক সরকারি বিশ্ববিদ্যালয়

৩১ মার্চ খুলনা বিশ্ববিদ্যালয়ে পূর্ণেন্দু গাইন মাঠ গবেষণাগার ভবনে জারবেরা রিসোর্স সেন্টারের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ও মুখ্য গবেষক ড. মোঃ মনিরুল ইসলাম  এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান ও বিশেষ অতিথি হিসেবে যথাক্রমে এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোহাম্মদ বশীর আহমেদ ও জারবেরা ফুল চাষের পথিকৃৎ যশোরের গদখালির মোঃ শেরআলী সরদার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, জারবেরা ফুল দীর্ঘস্থায়ী ও ফুলের অনেক আকর্ষণীয় রং রয়েছে এবং এর রং চটে যায় না। জারবেরা ফুল চাষ সম্পর্কে নতুন নতুন চাষীদের সম্পৃক্ত করতে হবে এবং জনসচেতনতা তৈরি করে জনসাধারণের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশে রুচির ক্ষেত্র বদলে যাচ্ছে এবং মানুষের রুচির পরিবর্তন ঘটছে। ফুলের ব্যবহার যতো বাড়বে সন্ত্রাস ততো কমবে। পরে প্রধান অতিথি ফিতা কেটে জারবেরা রিসোর্স সেন্টারের উদ্বোধন করেন ও পরে প্রকল্প পরিদর্শন করেন। তিনি এই প্রজেক্টের সদস্যবৃন্দকে তাঁর এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান। সভাপতি বলেন, এই রিসোর্স সেন্টারে বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ও পিএইচ ডি শিক্ষার্থীদের এখানে গবেষণা বা কাজ করার অনেক সুযোগ রয়েছে। 


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img