দেশের ভবিষ্যত খ্যাত যুব সমাজকে উদ্বুদ্ধ করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) আনুষ্ঠানিকভাবে ‘বাংলাদেশ ইয়ূথফেস্ট ২০১৬’ আয়োজনের ঘোষণা দিয়েছে। প্রতিযোগিতামূলক এই যুব উৎসবের প্রতিপাদ্য হলো ‘নলেজ ফর ট্রান্সফরমেশন’ বা ‘রূপান্তরের জন্য জ্ঞান’।
সম্প্রতি রাজশাহী জিরো পয়েন্টে এক সংবাদ সম্মেলনে এই যুব উৎসব আয়োজনের ঘোষণা দেয়া হয়। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সহযোগিতায় এই উৎসবটির আয়োজন করা হবে। দেশে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়–য়া যুবাদের উৎসাহ দিতেই বিবিএফ-ডিসিসিআই এ উদ্যোগ হাতে নিয়েছে। যাতে তারা নিজেদের বৈশ্বিক বাজারের জন্য নিজেদের তৈরি করতে উদ্বুদ্ধ হয়। সারা দেশে ৭টি বিভাগের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ উৎসবে অংশ নিতে পারবেন। দেশব্যাপী ৭টি বিভাগে যথাক্রমে- ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল ও রংপুরে দিনব্যাপী অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ ইয়ূথফেস্ট-২০১৬’।