দেশের ৭৭৬ খেলোয়াড়ের অংশগ্রহণে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে ৪৫তম শীতকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা। মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বেলুন-ফেস্টুন উড়িয়ে এই আসরের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, নতুন প্রজন্মই হবে আধুনিক বাংলাদেশের নির্মাতা। যারা এই দেশকে আধুনিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে। ইতোমধ্যে আমরা নিম্ন-মধ্যম আয়ের রাষ্ট্রে পৌঁছে গেছি। ৬ বছরের মধ্যে উচ্চ-মধ্যম আয়ের রাষ্ট্রে পৌঁছে যাব।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংসদ ফজলে হোসেন বাদশা, শিক্ষা সচিব সোহরাব হোসাইন, ভারতীয় সহকারী হাইকমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক ড. শেখ মোঃ ওয়াহিদুজ্জামান, ঢাকা বোর্ডের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক, রাজশাহী বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর আবুল কালাম আজাদ, দিনাজপুর বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন, বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির উপপরিচালক ফারহানা হক এবং জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী।