শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৃতি ও পরিবেশ বিষয়ক একমাত্র সংগঠন গ্রিন এক্সপ্লোর সোসাইটির তত্ত্বাবধানে ‘গ্রিন সাস্ট ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে।
তিনটি দলে বিভক্ত হয়ে সংগঠনটির সদস্যরা এ ক্যাম্পেইন সম্পন্ন করে।
ক্যাম্পাসকে সবুজ রাখার জন্য ২০১৩ সাল থেকে নিয়মিতভাবে ‘গ্রিন সাস্ট ক্যাম্পেইন’ আয়োজন করে আসছে সংগঠনটি।
আহ্বায়ক ও জি রেস্কিউ সহকারী সুমিত চৌধুরী জানান, এ ক্যাম্পেইনে গ্রিন এক্সপ্লোর সোসাইটির সদস্যরা ক্যাম্পাসের মুক্তমঞ্চ, ফুডকোর্ট ও তার চারপাশে এবং এরই সাথে এ বিল্ডিং, লাইব্রেরি, ডি বিল্ডিং ও এর আশেপাশের এলাকায় অপাচ্য বর্জ্য যেমন পলিথিন বা প্লাস্টিক দ্রব্য এবং পাচ্য বস্তু যেমন কাগজ, সিগারেটের ফিল্টার ইত্যাদি সংগ্রহ করে যেটা ‘পুর ও পরিবেশ কৌশল’ বিভাগের আওতায় পরিচালিত এ ‘সলিড ওয়াস্ট ম্যানেজমেন্ট’ প্রকল্পের তত্ত্বাবধানে রাখা হয়।
এ সম্পর্কে সংগঠনটির সভাপতি অর্চিশমান দত্ত জানান, ক্যাম্পাসকে আরো সবুজ ও প্রাণবন্ত করে তোলার জন্য তাদের এই প্রচেষ্টা বরাবরই প্রশংসা পেয়ে এসেছে। ভবিষ্যতেও তারা এ ধরনের কার্যক্রম চালিয়ে যাবে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, একদিন তাদের লক্ষ্য পূরণ হবে এবং সেদিন শাবিপ্রবি ফিরে পাবে তার প্রকৃত চিরসবুজ রূপ।