নিজেদের জীবনের সব ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার বাড়ানোর ওপর জোর দিয়েছেন ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। আর এ ক্ষেত্রে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো অগ্রণী ভূমিকা রাখতে পারে বলে মনে করেন তিনি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইস্টার্ন ইউনিভার্সিটি (ইইউ) আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইইউর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরী এবং সাবেক চেয়ারম্যান এস এম বখতিয়ার আলম। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক কাশিনাথ রায়।