সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এ- হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অফিস কক্ষে প্রাক্তন ছাত্রদের নিয়ে এলামনাই অ্যাসোসিয়েশনের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছাত্র-ছাত্রীর মধ্য থেকে সর্বসম্মতিক্রমে প্রাক্তন ছাত্র ও ‘ভিশন ট্যুরস এন্ড ট্রাভেলস’ এর চেয়ারম্যান আবু রায়হান সরকারকে আহ্বায়ক এবং ইজি সফট এর সিইও রাসেল নিজামকে সদস্যসচিব করে ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি বিভাগের আরো অধিক সংখ্যক ছাত্রছাত্রীদের সমন্বয়ে ৩১ ডিসেম্বরের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
সভায় বিভাগের চেয়ারম্যান ড. শাকের আহমেদ, বিভাগের অধ্যাপক ড. সৈয়দ রাশিদুল হাসান, ড. আফজাল হোসেন ও বদরুজ্জামান ভূঁইয়া বক্তব্য রাখেন। বক্তারা আশা করেন যে, এই এলামনাই অ্যাসোসিয়েশন বিভাগের ছাত্র-ছাত্রীদের মধ্যে যোগাযোগবৃদ্ধি ও বন্ধন জোরদার করা ছাড়াও দেশের পর্যটন খাতের সুপ্ত সম্ভাবনাকে কাজে লাগিয়ে এই খাতের উন্নয়নে অসামান্য অবদান রাখবে।