চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে একটি ‘এনিম্যাল ব্লাড ব্যাংক’ প্রতিষ্ঠা করা হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ‘স্টাব্লিশমেন্ট অব এনিম্যাল ব্লাড ব্যাংক’ শীর্ষক এক কর্মশালায় সিভাসু এনিম্যাল ব্লাড ব্যাংকের উদ্বোধন করা হয়। এটি বাংলাদেশের প্রথম এবং একমাত্র এনিম্যাল ব্লাড ব্যাংক। মানুষ মানুষের জন্য যেমন রক্ত দেয়, তেমনি প্রাণি প্রাণির জন্য রক্ত দিবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ ব্লাড ব্যাংক উদ্বোধন করে প্রাণির সংকটকালীন সময়ে রক্তদানে উৎসাহিত করার জন্য প্রাণির মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভারতে তামিলনাডু ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি কিনিক্যাল মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর ড. জি. বিজয় কুমার, সিভাসু ভেটেরিনারি হাসপাতালের পরিচালক প্রফেসর ডাঃ রায়হান ফারুক, মেডিসিন এ- সার্জারি বিভাগের প্রধান প্রফেসর ড. বিবেক চন্দ্র সূত্রধর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভাসু এনিম্যাল ব্লাড ব্যাংক-এর প্রধান গবেষক প্রফেসর ড. ভজন চন্দ্র দাস।