বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ ১৪২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল শোভাযাত্রা, চিত্র প্রদর্শণী, হাড়ি ভাঙ্গা প্রতিযোগিতা, বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শোভাযাত্রায় বাঙ্গালি সংস্কৃতির বিভিন্ন উপকরণ ঢেকি, কুলা, তবলা, পালকি, মাছসহ বিভিন্ন দিক তুলে ধরেন। কেন্দ্রীয় খেলার মাঠে হাড়িভাঙ্গাসহ গ্রামীণ বিভিন্ন খেলাধুলার শুভ উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামসুদ্দীন। পরে বিকেলে কেন্দ্রীয় খেলার মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও সাংস্কৃতিক সংগঠন এবং স্থানীয় বাউল শিল্পীরা শুভ নববর্ষের গান এবং লালনের গান পরিবেশন করে।