চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের ডিভিএম কোর্সের ১৬তম ব্যাচের ৫৯ জন ছাত্রছাত্রী প্রতিবারের মত এবারও ভারতে এক মাস ইন্টার্ণশীপ সম্পন্ন করবেন। দক্ষিণ ভারতের তামিলনাডু রাজ্যে অবস্থিত এশিয়ার স্বনামধন্য ভেটেরিনারি শিক্ষা প্রতিষ্ঠান তামিলনাডু ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ১৫ দিন এবং মাদ্রাজ ভেটেরিনারি কলেজে ১৫ দিন প্রশিক্ষণ গ্রহণ করবেন। সেখানকার অভিজ্ঞ শিক্ষকদের অধীনে ৩০ দিনের এই প্রশিক্ষণকে শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হিসেবে বিবেচনা করা হয়।
ইন্টার্ণশীপের উদ্দেশ্যে ছাত্রছাত্রীরা ভারতের উদ্দেশ্যে যাত্রা করেছেন। দেশে ফিরবেন ১৯ মে ২০১৬। ছাত্রছাত্রীদের সাথে এবার গাইড হিসেবে যাচ্ছেন মেডিসিন এ- সার্জারি বিভাগের প্রফেসর ড. ভজন চন্দ্র দাস এবং ডেইরী এ- পোল্ট্রি বিভাগের সহকারি অধ্যাপক ডাঃ বাবু কান্তি নাথ।
ভারত গমন উপলক্ষ্যে আয়োজিত এক সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ বলেছেন, হাতে-কলমে ব্যবহারিক কাজ শিখার উদ্দেশ্যে এ বিশ্ববিদ্যালয় দেশে প্রথম ইন্টার্ণশীপ কর্মসূচি চালু করেছিল। ভারতে অবস্থানকালীন সময়ে ক্লিনিক্যাল প্র্যাকটিস রপ্ত করতে পারলে কর্মজীবনে এর সুফল পাওয়া যাবে।