বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে নির্বাচনী ইশতিহারে এ দেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করার আশ্বাস দিয়েছিল। প্রধানমন্ত্রী তার কথা রেখেছেন। তার অবদানের কারণে আজ আমরা ডিজিটাল বাংলাদেশের বাসিন্দা। দেশ যেভাবে এগুচ্ছে ভবিষ্যতে বাচ্চাদের আর বই ভর্তি ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে যেতে হবে না। ছোট্ট ট্যাব নিয়েই স্কুলে যাবে শিশুরা, যাতে থাকবে সবকিছু।
সম্প্রতি চট্টগ্রামে প্রথমবারের মতো অনুষ্ঠিত স্মার্টফোন ও ট্যাব মেলার উদ্বোধনী দিনে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী। এছাড়া বক্তব্য দেন এডিসন গ্রুপের সিনিয়র ডিরেক্টর রেজওয়ানুল হক, টেকশহরডটকমের প্রতিনিধি আল আমিন দেওয়ান প্রমুখ।