চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এর ডায়নামিক চেয়ারম্যান আবদুচ ছালাম সম্প্রতি ক্যাম্পাস সমাজ উন্নয়ন কেন্দ্র কার্যালয় আকস্মিক পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে তিনি ক্যাম্পাস পত্রিকার সম্পাদক এবং ক্যাম্পাস সমাজ উন্নয়ন কেন্দ্র এর মহাসচিব ড. এম হেলাল এর সাথে সিডিএ’র চলমান বিভিন্ন প্রকল্প সম্পর্কে আলাপ করেন এবং ক্যাম্পাস বিভিন্ন কার্যক্রমের খোঁজখবর নেন। ক্যাম্পাস কার্যালয় পরিদর্শনকালীন ক্যাম্পাস’র বহুমুখী কার্যক্রম এবং লাইব্রেরী দেখে তিনি প্রশংসা করেন।
উল্লেখ্য যে, বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের উন্নয়নে অতীতের যেকোনো সময়ের তুলনায় রেকর্ড সংখ্যক প্রকল্প বাস্তবায়ন ও তত্ত্বাবধানে রয়েছেন সৃজনশীল, প্রতিভাবান ও উন্নয়ন-কর্মযোগী এ ব্যক্তিত্ব আবদুচ ছালাম। পাঁচটি ফ্লাইওভারসহ দু’হাজার কোটি টাকার ২২টি প্রকল্পের কাজ বিভিন্ন পর্যায়ে এগিয়ে চলায় বন্দরনগরীতে যেন উন্নয়নের বহুকালের অচলায়তন ভেঙ্গেছে। আর এ নতুন উদ্দীপনা সৃষ্টিতে পরিকল্পনা, প্রেরণা ও নেতৃত্বের ভুমিকায় রয়েছেন সিডিএ’র যুগশ্রেষ্ঠ চেয়ারম্যান আবদুচ ছালাম। অচিরেই তাঁর সূচিত এসব কার্যক্রম সম্পর্কে ক্যাম্পাস পত্রিকার একটি বিশেষ সংখ্যা প্রকাশিত হবে।