সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের উদ্যোগে সামার সেমিস্টার ২০১৭-এর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান সম্প্রতি বনানীস্থ মূল ভবনের সেমিনার হলে অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্র্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সাবেক ডিন এবং সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের উপদেষ্টা অধ্যাপক এবিএম ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস্-এর নির্বাহী পরিচালক এআরএম জাহিদুর রহমান। তারা বিশ্ববিদ্যালয় জীবনকে সর্বোত্তমভাবে কাজে লাগিয়ে মানব উন্নয়নে ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দেন।
সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজ, সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ট্রাস্ট-এর সদস্য এম. কামালউদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল হাকিম, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ-এর প্রধান সমন্বয়ক উইং কমান্ডার এএইচ এম মোস্তফা মোর্শেদ (অবঃ), ফার্মেসি বিভাগের শিক্ষক, কর্মকর্তা, নবীন শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।