ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের প্রধান কার্যালয়ে গত ১৬ এপ্রিল ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩৭৮তম সভা অনুষ্ঠিত হয়।
সভায়
সর্বসম্মতিক্রমে ব্যাংকের চেয়ারম্যান হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন
পারটেক্স গ্রুপের চেয়ারম্যান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ট্রাস্টের
প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও বোর্ড অব ট্রাস্টির সদস্য, ইবাইস
বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ও সাবেক সংসদ সদস্য এম এ হাশেম।
এছাড়া তিনি এম এ হাশেম বিশ্ববিদ্যালয় কলেজ এবং এম এ হাশেম ডায়াবেটিক হাসপাতালের প্রতিষ্ঠাতা।
ব্যাংকের
ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শিল্পোদ্যোক্তা আহমেদ আরিফ বিল্লাহ। আর
এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান হিসেবে পুননির্বাচিত হয়েছেন আনিসুজ্জামান
চৌধুরী রণী।
অন্যদের মধ্যে অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে লে. জে. (অবঃ)
আবু তায়েব মুহাম্মদ জহিরুল আলম, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান
হিসেবে এম এ সবুর ফের নির্বাচিত হয়েছেন।