বিশেষ খবর



Upcoming Event

সিকৃবিতে স্যাটেলাইট ভেটেরিনারি সেবা প্রদান

ক্যাম্পাস ডেস্ক সরকারি বিশ্ববিদ্যালয়
img

বিশ্ব ভেটেরিনারি দিবস-২০১৫ উদযাপনের অংশ হিসেবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স অনুষদের আয়োজনে পার্শ্ববর্তী তিনটি স্পটে স্যাটেলাইট ভেটেরিনারি ক্লিনিক্যাল সার্ভিসেস অনুষ্ঠিত হয়।
জানা যায়, পূর্বোঘোষিত কর্মসূচি অনুযায়ী সিকৃবি পার্শ্ববর্তী জাহানাবাদ, জোনাকি ও মিরাপাড়া এই তিনটি স্পটে স্যাটেলাইট ভেটেরিনারি ক্লিনিক্যাল সার্ভিসেস কার্যক্রম শুরু হয়। এ সার্ভিসের আওতায় ফ্রি চিকিৎসা প্রদান, ঔষধ প্রদান ও বিভিন্ন পরামর্শ দেয়া হয়।
স্পটে মোট আট শতাধিক গবাদি, পোষাপ্রাণী ও পোল্ট্রি চিকিৎসা প্রদান করা হয়। এসময় তড়কা, বাদলা, গলাফোলা, ক্ষুরারোগ, রানীক্ষেত ও ডাকপ্লেগ রোগের ভ্যাক্সিনেশনও দেয়া হয়।
এ কার্যক্রমে সিকৃবি ভেটেরিনারি ক্লিনিকের পরিচালক প্রফেসর ড. মতিয়ার রহমান হাওলাদার, ভেটেরিনারিয়ান ডা. মতিউর রহমান, ডাঃ রিয়েল দত্ত, মেডিসিন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. রফিকুল ইসলামসহ অন্যান্য শিক্ষকের তত্ত্বাবধানে মাস্টার্স ও ডিভিএম ১৭ব্যাচের শিক্ষার্থীরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে অংশগ্রহণ করে।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img