শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পদত্যাগপত্র বহাল রেখেই কাজে ফিরেছেন শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্রকল্যাণ উপদেষ্টাসহ বিভিন্ন হলের প্রভোস্টগণ তাদের দায়িত্ব পালন করেছেন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাসের অনুরোধে শিক্ষকরা তাদের দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে। তবে শিক্ষকরা জানিয়েছেন ভিসির পদ থেকে ছুটিতে যাওয়া প্রফেসর ড. আমিনুল হক ভূইয়া আবার শাবিতে ফিরে আসলে তারা দায়িত্ব পালন করবেন না। আর একারণেই তারা পদত্যাগপত্র প্রত্যাহার না করে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আমিনুল হকের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের ৩৭টি প্রশাসনিক পদ থেকে ৩৫ জন শিক্ষক পদত্যাগ করেন। পরে শাবি ভিসি সিন্ডিকেট সভায় দুই মাসের ছুটি নিয়ে চলে যান।