নর্দান ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজের ১০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। কলেজের এনআইএমসি অডিটরিয়ামে এ পূর্তি উদযাপন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএমঅ্যান্ডডিসি সহসভাপতি অধ্যাপক ডাঃ মোঃ ইকবাল। বিশেষ অতিথি ছিলেন কলেজের চেয়ারম্যান ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ ডাঃ মোঃ আনোয়ার হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ আনসার আলী, উপাধ্যক্ষ অধ্যাপক আবু ইউসুফ মিয়া, হাসপাতাল পরিচালক ডাঃ মোঃ জালাল উদ্দীন আহম্মেদ এবং বিভিন্ন বিভাগের অধ্যাপক, শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীরা।