ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের জের ধরে দশদিন বন্ধ থাকার পর ২৫ এপ্রিল খুলে দেয়া হয়েছে রংপুর মেডিকেল কলেজ। শিক্ষার্থীদের হলে ওঠার নির্দেশও দেয়া হয়েছে। কলেজের একাডেমিক কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ জাকির হোসেন জানান, ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় একাডেমিক কাউন্সিলের সভায় কলেজ ও হল খুলে দেয়ার সিদ্ধান্ত হয়। সভায় কলেজ উপাধ্যক্ষ ডাঃ সৈয়দ আবু তালেবসহ সকল বিভাগের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। শুক্রবার কলেজের মুক্তা, পিন্নু, হেলিপ্যাড এবং একমাত্র মহিলা হল খুলে দেয়া হবে।
শিক্ষার্থীদের পরিচয়পত্র দেখিয়ে হলে উঠতে বলা হয়েছে। ২৫ এপ্রিল থেকে ক্লাস ও পরীক্ষা যথারীতি চলবে বলে ডাঃ জাকির হোসেন জানান।
গত ১৫ এপ্রিল ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে জের ধরে রংপুর মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় কলেজ কর্তৃপক্ষ।