এক আজব ঘটনা নিয়ে মার্কিন মুলুকের সামাজিক মাধ্যমগুলোতে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। বর্তমান ফেসবুক প্রজন্মের এক পাঁড় ফেসবুকপ্রেমী তার বান্ধবীকে পাঠানো ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট না করায় আমরণ অনশন শুরু করে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ওই বান্ধবীর বাড়ির সামনে চলে এই অনশন। প্রতিবাদী যুবকের নাম মাইক হর্ন। ছোটবেলা থেকেই একটু আলাভোলা স্বভাবের মাইক তার স্কুলের বান্ধবী লুসিকে ভালোবাসত। কিন্তু লাজুক স্বভাবের মাইক তা কোনোদিনই মুখ ফুটে বলতে পারেনি। অথচ লুসিকে তার চাই।
তাই ফেসবুকের দারস্থ মাইক। ফেসবুক পেজে লুসির নাম খুঁজে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে তা একসেপ্ট হওয়া পর্যন্ত অপেক্ষা। বিধি বাম। লুসি তা একসেপ্ট না করায় আমরণ অনশনের হুমকি। যে কথা সেই কাজ। ভালোবাসা দিবসের আগে থেকে একটা ল্যাপটপ সঙ্গী করে সোজা লুসির বাড়ির সামনে ধর্ণা। তারপর শুরু অনশন। টানা ৪ দিন।
মাইকের বন্ধুরা জানান, প্রথমে আমরা তার এই হুঁশিয়ারি আমলে নেইনি। কিন্তু একদিন, দু’দিন, তিনদিন পেরিয়ে যাওয়ার পরও অনশন চালিয়ে যেতে অনড় মাইক। লুসির বাসার সামনের রাস্তার পাশে দিনরাত বসে থেকে না খেয়ে চলে মাইকের জীবন। সামনে স্রেফ একটা ল্যাপটপ আর তার দিকে চেয়ে থাকা।
বেচারা মাইকের পাশে দাঁড়াতে অনেকেই চলে আসে তার কাছে। শেষ পর্যন্ত বরফ গলল। চারদিনের মাথায় দাবি আদায়। ধন্য মাইক। ভালোবাসা দিবসের ঠিক একদিন আগে মাইকের পাঠানো রিকোয়েস্ট একসেপ্ট করল লুসি। মাইকের মুখে বিজয়ের হাসি। অবশেষে ফলের জুস মুখে দিয়ে অনশন ভাঙে এই অন্ধ প্রেমিক।