বিশেষ খবর



Upcoming Event

ঘুমের জন্য বেতন দেয় যে কোম্পানি

ক্যাম্পাস ডেস্ক ব্যতিক্রমী সংবাদ

ভালো ঘুম না হলে কাজে কর্মীদের মনোযোগ থাকে না; তাদের কাছ থেকে শতভাগ কাজ পাওয়া যায় না এমন আশঙ্কা থেকেই এক বিনিয়োগ স্কিম হাতে নিয়েছে মার্কিন বীমা কোম্পানি এইটনা।
এ স্কিমের আওতায় আসা কর্মীরা প্রতি ২০ রাতের নির্বিঘœ ঘুমের জন্য ২৫ ডলার করে পাবে, বছরে সর্বোচ্চ ৩০০ ডলার পর্যন্ত। কোম্পানির সব কর্মীই চাইলে এ স্কিমের আওতায় আসতে পারে। তারা ঠিকঠাকমতো ঘুমাচ্ছে কিনা, তা খেয়াল রাখবে একটি রিস্ট মনিটর, যেটি কোম্পানির কম্পিউটারের সঙ্গে যুক্ত।
২০০৯ সালে চালু এ স্কিমের আওতায় প্রথমে ১২ হাজার কর্মী অংশ নেয়; আস্তে আস্তে এ সংখ্যা বাড়ছে। কোম্পানির কর্মীদের সুবিধা দেখভালের দায়িত্বপ্রাপ্ত ভাইস প্রেসিডেন্ট কে মুনি বলেন, কর্মীদের স্বাস্থ্যকর আচরণগুলো বিবেচনায় নিতে এ উদ্যোগ নেয়া হয়েছে। কর্মীরাও এ থেকে অতিরিক্ত কিছু তহবিল পাচ্ছে।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img