চাইলে কি আমরা আমাদের আয়ু ৫/৬ গুণ বাড়িয়ে নিতে পারি? ইচ্ছেমতো চাবি দিয়ে চালাতে পারি দেহঘড়ি?
আধুনিক বিজ্ঞান বলছে, সেটা খুব একটা অসম্ভব নয়। কারণ মানবদেহে এমন এক জিনের হদিস মিলেছে যা আমাদের আয়ু বাড়িয়ে দিতে পারে স্বাভাবিকের চেয়ে আরও বেশ কয়েক গুণ।
বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে, এ জিন কোষের গ্রোথ হরমোন আইজিএফআই এর পরিমাণ অনেকটাই বাড়িয়ে দেয়। এর ফলে কোষগুলো নিজেদেরকে অসুস্থ হওয়ার হাত থেকে বাঁচাতে পারে, প্রচুর পরিমাণে এন্টি-অক্সিড্যান্ট বানাতে পারে। আর এভাবে পুরনো অঙ্গ-প্রত্যঙ্গগুলোকে নতুন জীবন দেয়। যদিও এই আবিষ্কারটি এখনো পর্যন্ত শুধু ল্যাবরেটরিতেই সীমাবদ্ধ, কিন্তু অদূর ভবিষ্যতে মানুষের ওপর এর প্রয়োগের সম্ভাবনাকে পুরোপুরি উড়িয়ে দেয়া যায় না।