রাস্তায় হাঁটছেন, অথচ চোখ ফেসবুকে, অনবরত চলছে চ্যাটিং। এভাবে চলতে থাকলে আপনি দুর্ঘটনার শিকার হতেই পারেন। তবে কী আপনার জন্য আলাদা রাস্তা তৈরি হবে, যেখানে আপনি মনের সুখে মোবাইলে টেক্সট করতে করতে হাঁটবেন? না, আবদারটা আদতেই বেয়াড়া নয়। মোবাইলে টেক্সটিংয়ের জন্য পৃথক রাস্তাই তৈরি হয়ে গেল চীনে, ‘সেলফোন লেন’।
ওয়াশিংটনে পথচারীদের গতিবিধি পর্ষবেক্ষণ করে পরীক্ষামূলকভাবে তৈরি হয়েছিল এরকম রাস্তা। চীনের চংকিং শহরে এবার চালুই হয়ে গেল। পথচারীদের সুরক্ষার জন্যই তৈরি এই ‘সেলফোন লেন’। ফুটপাথের একটা অংশে সেলফোনের ছবিই আঁকা রয়েছে রাস্তায়। টেক্সট করতে করতে হাঁটতে হলে, ওই রাস্তায় উঠে পড়–ন। কেউ বিরক্ত করবে না। দুর্ঘটনারও ভয় নেই।