মহাভারতে গান্ধারীকে সবাই মনে রেখেছে শতপুত্রের মা হিসেবেই। বাস্তবে এই কীর্তি গড়া কতটুকু সম্ভব তা নিয়ে যথেষ্ট প্রশ্নের অবকাশ থাকলেও গত ২৫ বছর ৮ মাসে ১৮ সন্তানের জন্ম দিয়ে যুক্তরাজ্যে এরই মধ্যে ‘সুপারমম’ খেতাব পেয়েছেন এক নারী।
জানা গেছে, ১৮তম সন্তান জন্ম দেয়ার মাত্র ৬ মাসের মাথায় আবারও অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। অবশ্য এ নিয়ে তার পরিবার ও সন্তানদের খেদ নেই। তারা হাসিমুখেই স্বাগত জানাতে প্রস্তুত পরিবারের নতুন অতিথিকে।