বিশেষ খবর



Upcoming Event

এ বাজেট করোনা সংকটকে সম্ভাবনায় রূপ দেয়ার দলিল -ওবায়দুল কাদের

ক্যাম্পাস ডেস্ক সংবাদ
img

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এবারের বাজেট ভিন্ন বাস্তবতায়, ভিন্ন বৈশ্বিক প্রেক্ষাপটে তৈরি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এ বাজেট করোনার বিদ্যমান সংকটকে সম্ভাবনায় রূপ দেওয়ার বাস্তবসম্মত প্রত্যাশার দলিল।

তিনি সম্প্রতি তার সরকারি বাসভবনে বাজেট পরবর্তী তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন- জীবনের পাশাপাশি জীবিকার চাকা সচল রাখতে শেখ হাসিনা সরকারের সাহসে সময়োচিত চিন্তার সোনালী ফসল এই বাজেট।

এবারের বাজেট জনগণের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিক উত্তরণের পরিকল্পনা এবং জনবান্ধব ও জীবনঘনিষ্ঠ অর্থনৈতিক পরিকল্পনা বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img