বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক, লেখক গবেষক শামসুজ্জামান খান এবার প্রতিষ্ঠানটির সভাপতির দায়িত্ব পেয়েছেন। তাঁকে সভাপতি হিসেবে নিয়োগ দিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে আদেশ হয়েছে।
গত ১৪ মে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুর পর বাংলা একাডেমির সভাপতির পদটি শূন্য হয়ে পড়ে।
একাডেমির একুশতম সভাপতি হিসেবে তার স্থলাভিষিক্ত হচ্ছেন শামসুজ্জামান খান। প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, তিনি কাগজ হাতে পেয়েছেন। বাংলা একাডেমি আশা আকাঙ্খার প্রতীক। ৫২-এর ভাষা আন্দোলন, শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। আশা করব আমরা সকলে মিলে ভাবমূর্তি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করব। তিনি সাবেক সভাপতি আনিসুজ্জামানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।